বেদনার গল্প

Coward Infidel
2 min readOct 15, 2021

--

ওহে কেও কি শুনিবে আমার বেদনার গল্প?
নহে অতি রোমাঞ্চ, নহে প্রেমের সাত কাহন
তবে শুনিলে হয়তো বুঝিবে আমায় যতই বা স্বল্প

কেহো প্রথমে এলোনা
এলেয় বা কি এমন ফুল ফুটতো শুনি?
মনের সব ভাষা হয়ে যেতো বন্যা পানি,
মুখে আনতেই আবল তাবল খালি।

ভালো হয়েছে আসেনি
ভালো লজ্জায় পরি
লজ্জার কথা বলতে গেলেয়
মুখ লুকিয়ে ফেলি
শুরুতে বলে কি করেছিলাম ভুল
সত্যি হতে চাইনি কুল
একার বাতাস লাগে যে ঠান্ডা
একটু আশাসের লেপ এ মুরি দিতে চেয়েছিলাম আরকি
সত্যি হয়ে গিয়েছে ভুল।

নিজেকে নিয়েছিলাম পরে গুছিয়ে
সময়ের মধ্যে শুকিয়ে গিয়েছিল কাচ স্পষ্টই দেখতে পারি নিজেকে
বুঝতে পারি বলেই, সব বলি ঠিকঠাক
কিন্তু পরে কি হলো কি করে
সব গেলো গুরিয়ে, ধরে রাখতে পারিনি আর
কাচের টুকরো গুছাতে গুছাতে সবাই শুনলো আর্তনাদ

কি হে গল্প শুনি একটু
চলে এলো এক বন্ধু
কি আর করার, বলেই ফেলি, শুরু করি এক গল্প
এক দেশে ছিলো এক রাজা, রাজ্য ছিলো সবার মতো
আর সে রাজার ভারি দুঃখ
শেষের আগেই দেখি বহু কলরব
আরেহ শুনেছি এটা নতুন কিছু বলো
সব সময় নতুন কিছুর আশায় কেনো থাকো?

যা হোক শুরু করা আমি বলতে থাকি,
আমার সেই বেদনার গল্প আরকি
যারা শুনেছে বলেছে কতো কিছুই
কাকেও তো ব্যথা পায় কান্নাকাটির কি হলো?
এ আবার তেমন কি আমারটা এভারেস্টের চুড়ার মতো
এতো সোজা হিসাব সঠিক পথে চলো!
আরেহ এভাবেই তো শক্ত খনি মেলে!
গুটি গুটি পায়ে এগিয়ে চলো নিসচয় কেশটো মেলে।

ভীষণ তেক্ত হয়ে উঠি আমি
সবার জুতা সবার পায়ে হলে তো হয়েই যেতো
আমারটা তাহলে শুনতে এসেছিলে কেনো?
যার চোখ নেই তাকে বলো দেখতে
মারতেই থাকলে পাথরও তো যাবে ভেংগে!
স্কেচের আচর আমি রং তুলির খেলা বুঝি না

কেও একজন বলতো যদি
তোমার তো দেখি ভারি দুঃখ,দেখি আমায় একটু দাও দেখি
কম পরলে আরো নিয়ে যেতে পারি।
অর্ধেক করলে লাগবে না আর এত ভারি
সাপ্লাই অ্যান্ড ডিমান্ড রে বেটা
ক্যানভাস বাদে বিসনেস থিউরি তো পরতে পারতি!

দেখতে হতো কি?
অর্ধেক পথের এই দৃশ্য?
হতে পারতাম আমিও কি,
বাকি সবার মতো।

বড্ড বকে ফেললাম দেখি
দৃশ্য হয়ে যাচ্ছে আরো ছোট
সময় আর নষ্ট না করি
শুভরাত্রি

--

--

No responses yet