OOF
Oct 1, 2022
পথ ধরে হাটতে হাটতে
এসে পড়েছিলাম তোমার পাশে
আলোর মতো ছিলে তুমি
মথের মতো আমি তোমার চারিপাশে
দেখতে দেখতে চলে গেলো সময়
আর তাঁর সাথে একদিন তুমিও
পথ ধরে হাটতে হাটতে
এসে পড়েছিলাম তোমার পাশে
আলোর মতো ছিলে তুমি
মথের মতো আমি তোমার চারিপাশে
দেখতে দেখতে চলে গেলো সময়
আর তাঁর সাথে একদিন তুমিও